ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৬ ফেব্রুয়ারি ময়মনসিংহ শহর আ’লীগের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
৬ ফেব্রুয়ারি ময়মনসিংহ শহর আ’লীগের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: অবশেষে ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।



একইসঙ্গে অধ্যাপক আমির আহম্মেদ চৌধুরী রতনকে সহ-সভাপতি করে জেলা আওয়ামী লীগের ১৭টি শুন্য পদে ১৭ জন নেতাকর্মীকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভা শেষে সন্ধ্যায় দলীয় সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতিন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ খান পাঠান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু, জেলা আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কো-অপ্ট সদস্য মো. ইকরামুল হক টিটু।

সভায় ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের এ সভায় বলেন, সভা সম্পূর্ণ বৈধ ও গঠনতান্ত্রিক। সংগঠনের বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জঙ্গিবাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।