ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তৃণমূল নেতাকর্মীদের কারাদণ্ডে ক্ষোভ ও প্রতিবাদ ফখরুলের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
তৃণমূল নেতাকর্মীদের কারাদণ্ডে ক্ষোভ ও প্রতিবাদ ফখরুলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি আবু সাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম এবং সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়াসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় ১৫ নেতাকর্মীকে যাবজ্জীবন ও ১৩ জনকে ৫ বছর মেয়াদী কারাদণ্ড প্রদানের ঘটনায় গভীর হতাশা ব্যক্ত করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (ফেব্রুয়ারি ০৩) যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৮ জন নেতাকর্মীর নামে দায়েরকৃত মামলায় যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।



আমরা এ ধরণের রায়ে চরম হতাশ ও সংক্ষুদ্ধ হয়েছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশবাসী আজ আওয়ামী দুঃশাসন ও অমানবিক কর্মকাণ্ডে আতংকিত। বিরোধী দলীয় নেতাকর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে নাজেহাল করার চেষ্টা চালিয়ে রাষ্ট্রক্ষমতা দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়, অতীত ইতিহাস তাই সাক্ষ্য দেয়। নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়ণ চালিয়ে বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত কোনদিনই সফল হবে না। ”

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।