ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুবিতে নেতাদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
কুবিতে নেতাদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

ঢাকা: সংগঠনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নেতা মো. শাহাবউদ্দিন, কামরুল হাসান, রাজিব সরকার হিমু, মো. আবুল বাশারের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির ছাত্রসংগঠনটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

হামলার জন্য তারা ছাত্রলীগকে অভিযুক্ত করেন।
 
বিবৃতিতে ছাত্রদল নেতাদ্বয় বলেন, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধবংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমানে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে দল-মত নির্বিশেষে ছাত্রদের সহাবস্থান নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আসলে সব বিশ্ববিদ্যালয়ের একটি খণ্ড চিত্র মাত্র।
 
ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক অবিলম্বে এ হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।