ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দুই নেত্রী লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
‘দুই নেত্রী লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

তিনি বলেন, আওয়ামী লীগ জুলুম-নির্যাতন আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন।

বর্তমান সরকার সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। দেশে এখন লুটপাট চলছে। দুই নেত্রী হাসিনা ও খালেদা’র কাছে আমরা জিম্মি থাকবো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ হবে রাজনীতির তৃতীয় শক্তি।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবু রাসেল হোসাইনীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক কাওসার আহমেদ, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি গোলাম মাওলা ভূইয়া, সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন জেহাদী, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মামুনুর রশীদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি জয়নুল আবেদিন ফরাজী, সাবেক সহ-সভাপতি শেখ মো. হাবিবুল্লাহ।

সম্মেলনে মুহাম্মদ আবু রাসেল হোসাইনীকে সভাপতি ও মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।