ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গীবাদ-ধর্মীয় উগ্রবাদকে পরাজিত করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
‘জঙ্গীবাদ-ধর্মীয় উগ্রবাদকে পরাজিত করতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: জঙ্গীবাদ-ধর্মীয় উগ্রবাদকে পরাজিত করতে জাসদকে আরো সু-সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এমনটি মন্তব্য করেছেন সিলেট মহানগর জাসদের কাউন্সিলে বক্তারা।



‘দুর্নীতি-বৈষম্য অবসান করো, সুশাসন-অংশগ্রহণমূলক গণতন্ত্র, সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নাও’ শ্লোগানে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর মিরবক্সটুলায়ে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত কাউন্সিলে বক্তারা এ মন্তব্য করেন।   

কাউন্সিলে বক্তারা বলেন, জাসদ আর্দশ থেকে এক চুলও বিচ্যুৎ হয়নি। জাসদের মূল চেতনাই হচ্ছে মহান মুক্তিযুদ্ধের চেতনা। সাম্প্রদায়িক ও রাজাকার মুক্ত গণতান্ত্রিক সমাজতন্ত্রভিত্তিক দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

মহানগর জাসদের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে ও জাসদ নেতা মিশফাক আহমেদ মিশুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি এমএ হক।

প্রধান অতিথির বক্তব্যে এমএ হক বলেন, জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমাজতান্ত্রিক দল জাসদের কমিটি গঠন করে তৃর্ণমুল থেকে জাসদকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, জাসদকে শক্তিশালী করা গেলেই দেশের মানুষকে সাম্প্রদায়িকতা ও ধর্মভিত্তিক ফায়দা লুটার রাজনীতি থেকে রক্ষা করা যাবে।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হক, মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, যুক্তরাজ্যের বার্মিংহাম জাসদের সাধারণ সম্পাদক আতিক হুসেন টুটুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাসদের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আরবী, সাধারণ সম্পাদক নাজাত কবীর, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, জাসদ নেতা মহিউদ্দিন আহমদ, মুজিবুর রহমান, আব্দুস সালাম কায়েস, অধ্যাপক গোলাম কিবরিয়া, আব্দুল বাসিত বাদল, সোহরাব আলী, আমিরুল ইসলাম এহিয়া, মহানগর যুব জোটের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী বাবলু, যুগ্ম-আহ্বায়ক রাতুল রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।