ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে- এমন অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপির মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছেন। বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকিও দেওয়া হচ্ছে।
এসময় তিনি চিতলমারী উপজেলার কোনো ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত প্রার্থীরা মনোয়নয়পত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
এসময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমএম/ওএইচ/এএ