ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধার না হলে দেশের অবস্থা সিরিয়া, আফগানিস্তান, ইরাকের মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, শাসকগোষ্ঠীর ক্ষমতার অপব্যবহারে ভাষা আন্দোলনের চেতনা হারিয়ে যেতে বসেছে।
হিন্দি চ্যানেলগুলোর দোর্দণ্ড প্রতাপে শিশুরা বাংলা শেখার আগেই হিন্দি শিখছে বলেও জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমতউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির সহ-স্বেচ্ছাসেবা সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কল্যাণ পার্টির সহ সভাপতি সাইদুর রহমান তামান্না প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এইচআর/আরইউ/এএ