ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে জামায়াতের আমিরসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বরিশালে জামায়াতের আমিরসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট

বরিশাল: ২০১৪ সালের ১৫ আগস্ট নাশকতা পরিকাল্পনার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল মহানগর জামায়াতের আমিরসহ ২২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) একেএম মতিয়ার রহমান অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।



আদলতের জিআরও উপ পরিদর্শক (এসআই) আশীষ পাল বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

চার্জশিটে অভিযুক্তরা হলেন, মহানগর জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, মহানগর জামায়াতের সেক্রেটারি জহিরুদ্দিন মো. বাবর, সহকারী সেক্রেটারি মতিউর রহমান, সদস্য মতিউর রহমান, মিজানুর রহমান, আব্দুর রউফ, জয়নুল আবেদিন, আবুল কাশেম, আবুল কালাম, শাহজাহান সিরাজ, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন নেসারী, রাসেল লস্কর, শাহালম হাওলাদার, শামীম কবির, আব্দুস ছত্তার, মোয়াজ্জেম হোসেন হাওলাদার।

১৫ আগস্ট শোক দিবস অনুষ্ঠান বানচাল, নাশকতার মাধ্যমে সরকারের ভাবমূর্তি খুন্ন করা, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ব্যহত করার লক্ষ্যে গোপন বৈঠকে বসে জামায়াত-শিবিরের ওই নেতারা। গোপনে এমন সংবাদ পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ২০১৪ সালের ১৪ আগস্ট রাতে নগরীর দক্ষিণ আলেকান্দার ডা. মাজেদ আলীর ডাইরেক্টর কোয়ার্টার ভবনে অভিযান চালায়।

এ ঘটনায় ৩১ আগস্ট থানার ওসি শাখাওয়াত বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এসময় জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করা হয়। জব্দ করা হয় ২১ মোবাইল ফোনসেট ও নগদ টাকা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।