ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাতৃভাষার চেয়ে ইংরেজিকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
মাতৃভাষার চেয়ে ইংরেজিকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংরেজি শেখাতে বিদ্বেষ নেই। কিন্তু মাতৃভাষার চেয়ে ইংরেজিকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, পাকিস্তানের ২৯১জন যুদ্ধাপরাধীর নাম আমাদের কাছে রয়েছে। কিন্তু এর বাইরেও হাজার হাজার যুদ্ধাপরাধী রয়েছে। তাদেরও বিচার করা হবে।
 
তিনি বলেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের বিরুদ্ধে, এমনকি ভাষার মাসেও ষড়য়ন্ত্র অব্যাহত রেখেছে। পাকিস্তান ও তাদের দোসরদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
 
সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, কথা সাহিত্যিক একুশে পদকপ্রাপ্ত হাবীবুল্লাহ সিরাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) আবদুল লতিফ মল্লিক, মহাসচিব শেখ শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরইউ/এইচআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।