বাগেরহাট: প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগেরহাটের ৭৪টি ইউনিয়নের মধ্যে ১৯টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।
ফলে এসব ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হতে যাচ্ছেন।
বাগেরহাট জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, জেলার ৯টি উপজেলায় ইউনিয়ন রয়েছে ৭৫টি। এরমধ্যে আগামী ২২ মার্চ প্রথম দফায় ৭৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসব ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ২১৫ জন। এদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৮টি দলের প্রার্থী ১৩৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৮২ জন।
যার মধ্যে ১৯টি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেবল একজন করে। তারা সবাই আওয়ামী লীগের প্রার্থী।
সূত্র জানায়, সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৫টিতে, চিতলমারীর ৭টি ইউনিয়নের ৫টিতে, মোল্লাহাটের ৭টি ইউনিয়নের মধ্যে গাংনী ইউপিতে নির্বাচন হচ্ছে না, বাকি ৬টির ৪টিতে, ফকিরহাটের ৮টি ইউনিয়নের ২টিতে, রামপালের ১০টি ইউনিয়নের ১টিতে, মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়নের ১টিতে এবং মংলা উপজেলার ৬টি ইউনিয়নের ১টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে এসব ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউপিতে মনোয়ার হোসেন টগর, ডেমা ইউপিতে মো. মনি মল্লিক, যাত্রাপুর ইউপিতে এম এ মতিন, গোটাপাড়া ইউপিতে শেখ শমসের আলী ও বিষ্ণুপুর ইউপিতে অ্যাড. শংকর পাল।
চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউপিতে সামিয়া রহমান বিউটি, হিজলা ইউপিতে মো. আজমীর কাজী, চরবানিয়রী ইউপিতে অশোক কুমার বড়াল, বড়বাড়িয়া ইউপিতে মো. মাসুদ সরদার ও কলাতলা ইউপিতে বর্তমান ইউপি মতিয়ার রহমান শিকদার।
মোল্লাহাট উপজেলার উদায়পুর ইউনিয়নে হায়দার মামুন, কুলিয়া ইউপিতে মো. বাবলু মোল্লা, কোদালিয়া ইউপিতে সাইফুল ইসলাম ভূইয়া ও আটজুড়ি ইউপিতে মো. মশিউর রহমান মিয়া।
ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউপিতে শিরিনা আক্তার কিসলু ও মূলঘর ইউপিতে অ্যাড. হিটলার গোলদার।
এছাড়া রামপাল উপজেলার মলিকেরবেড় ইউপিতে তালুকদার নাজমুল কবির ঝিলাম, মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউপিতে আব্দুর রাজ্জাক মজুমদার এবং মংলা উপজেলার সোনাইলতলা ইউপিতে নারজিনা বেগম।
এদিকে, যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে একক প্রার্থীর সংখ্যা আরো বাড়বে বলে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগ ৭৪টি ইউনিয়নের সবগুলোতে, বিএনপি ৪২টিতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭টিতে, জাতীয় পার্টি ৪টিতে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩টিতে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে।
যাচাই-বাছাই ও আপিলের পর আগামী ২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষে দিনে একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এসআর/