ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জ পৌর মেয়রসহ ৩৭ জনের জামিন মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
সুন্দরগঞ্জ পৌর মেয়রসহ ৩৭ জনের জামিন মঞ্জুর

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভাঙচুরের মামলায় পৌর মেয়র আবদুল্লা-আল মামুনসহ ৩৭ জনের জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা আমলী আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মনিরুজ্জামান শিকদার তাদের জামিন মঞ্জুর করেন।



গাইবান্ধা কোর্ট উপ পরিদর্শক (সিএসআই) আবদুল মজিদ বাংলানিউজকে জানান, সুন্দরগঞ্জ পৌর মেয়র আবদুল্লা-আল মামুনসহ ৩৭ জন স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। পরে বিচারক শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এরআগে, ১৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সুন্দরগঞ্জ ডি-ডব্লিউ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এসময় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মী ও কাউন্সিলর কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির নেতারা ফিরে না আসার সংবাদ শুনে উত্তেজিত হয়ে সম্মেলন স্থলের মঞ্চ, চেয়ার-টেবিল ভাঙচুর ও এমপি লিটনের ছবি সম্বলিত তোরণ ও ব্যানার ছিঁড়ে ফেলেন।

পরে ১৯ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন বাদী হয়ে অভিযোগে সুন্দরগঞ্জ পৌর মেয়র আবদুল্লা-আল মামুনসহ ৩৭ জনের নামে ও আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।