ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পিলখানা হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাবে বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
পিলখানা হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাবে বিএনপি

ঢাকা: পিলখানা হত্যাকাণ্ডের ৭ম বর্ষপূতিতে নিহত সামরিক বাহিনীর কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বন‍ানী কবরস্থানে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।

সেখানে বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা নিহত সামরিক অফিসারদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।



২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে রাজধানীর বিডিআর (বর্তমান বিজিবি) সদর দফতর পিলখানায় একদল বিপথগামী সদস্য বিদ্রোহের নামে উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যাযজ্ঞ শুরু করে। বিপথগামী বিডিআর জোয়ানদের হাতে নিহত হন সেনাবাহিনীর ৫৭ কর্মকর্তাসহ ৭৪ জন।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের বার্ষিক দরবার অনুষ্ঠান ছিল। সকাল ৯টা ২৭ মিনিটে দরবার হলে অতর্কিতে ঢুকে পড়ে একদল বিদ্রোহী জওয়ান। দরবার হলের ভেতরেই তারা সে সময়কার বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদকে গুলি করে হত্যা করে। পরে তারা বিডিআরের উচ্চপদে আসীন সেনা কর্মকর্তাদের হত্যা ও তাদের পরিবারের সদস্যদের জিম্মি করে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।