ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বামনায় ৪ সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বামনায় ৪ সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বরগুনা: বামনা উপজেলার চারটি ইউনিয়নে যাচাই বাছাই শেষে চারজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) যাচাই বাছাইয়ের শেষ দিনে এসব মনোনয়নপত্র অবৈধ হিসেবে বাতিল করা হয়।



বাতিলকৃত সদস্য প্রার্থীরা হলেন- বুকাবুনিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের লাইলা আনজুমান আরা, আট নম্বর ওয়ার্ডের মো. জুয়েল, বামনা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জাহিদ হোসেন ও চার নম্বর ওয়ার্ডের মো. সেন্টু মিয়া।

বুকাবুনিয়া ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল্লাহ বাংলানিউজকে বলেন, বুকাবুনিয়া ইউনিয়নে দুইজনের মনোননয়নপত্র অবৈধ হিসেবে বাতিল করা হয়েছে। এদের প্রত্যেকেরই সমর্থনকারীদের ভোটার নম্বর ও ক্রমিক নম্বরে ভুল ছিলো।

বামনা ও রামনা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা এস এম রেজাউল করিম বাংলানিউজকে বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী বয়স ২৫ এর নিচে থাকায় বামনা ও রামনা ইউনিয়নে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।