ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দ্বিতীয় ধাপের ১২ ইউপি নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
দ্বিতীয় ধাপের ১২ ইউপি নির্বাচন স্থগিত

ঢাকা: আগামী ৩১ মার্চ ৬৮৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) দ্বিতীয় দফার ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু আইনি জটিলতার কারণে ১২টি ইউপির নির্বাচন স্থগিত ঘোষণা করলো সংস্থাটি।


 
বুধবার (২৪ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব আশফাবুর রহমান বাংলানিউজকে জানান, মামলাসহ বিভিন্ন আইনি জটিলতার কারণে ১২টি ইউপির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে- কোটালীপাড়ার ঘাঘর, রাণীশংকৈলের বাচোর, হোসেনগাঁও, নন্দুয়ার, চুয়াডাঙ্গা সদরের বেগমপুর, শংকরচন্দ্র, তিতুদহ, নীলফামারী সদরের খোকশাবাড়ী, টুপামারী, চরফ্যাশনের আমিনাবাদ, নুরাবাদ ও মগুরা সদরের কুচিয়ামোড়া।
 
ইতিমধ্যে নির্বাচন স্থতিগকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদেরও নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
 
এবার ছয় ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে প্রথম দফায় ৭৩৮ ইউপিতে আগামী ২২ মার্চ এবং তৃতীয় দফায় ২৩ এপ্রিল ৭১১টি ভোট হবে। এছাড়া চতুর্থ দফায় ৭ মে ৭২৮টি, পঞ্চম দফায় ২৮ মে ৭১৪টি এবং ষষ্ঠ দফায় ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।