ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগে যোগ দিলো বিএনপি-জেএসএস’র ৪শ’ নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আ’লীগে যোগ দিলো বিএনপি-জেএসএস’র ৪শ’ নেতাকর্মী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরসহ বিএনপি-জেএসএস’র ৪শ’ নেতাকর্মী জেলা আওয়ামী লীগে যোগ দিয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের রাজারমাঠে আয়োজিত বান্দরবান শহর আ’লীগের নবগঠিত কমিটির অভিষেক, লামা ও বান্দরবান পৌরসভার নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগ দেন।



এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, মো. ইছহাক, উপদেষ্টা কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।