ঢাকা: ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ কল্যাণ পার্টির ঢাকা মহানগর শাখা আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ দাবি জানান।
পিলখানা ট্রাজেডি উপলেক্ষে নয়াপল্টনে পার্টির মহানগর কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এম এম আমিনুর রহমান বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা বিদ্রোহে বাংলাদেশের সেনাবাহিনী ও বিডিআর বাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল। যা এক ঢিলে দুই পাখি মারার মতো ঘটনা।
পিলখানার নারকীয় হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল কি না- তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার সাত বছর অতিবাহিত হলেও এ ঘটনার বিচার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। জাতির জন্য এটা পীড়াদায়ক।
মহানগর সভাপতি আলী হোসেন ফায়েজীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আজাদ মাহবুব, ভাইস চেয়ারম্যান এডভোকেট বেনী আমিন, সাহিদুর রহমান তামান্না, সৈয়দ মুহা. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, দপ্তর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন, আন্তার্জাতিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, আইন সম্পাদক এডভোকেট মুবিনুল হক, ডক্টর আনোয়ার হোসেন, মহানগর প্রচার সম্পাদক নাসিমুল গনি মামুম, নগর অর্থ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬,
এজেড/আরআই