গোপালগঞ্জ: ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম পর্বের নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার কুশলি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. খালিদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তাজুল ইসলাম মোল্লা চেয়ারম্যান পদ থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
কুশলী ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও টুঙ্গীপাড়া উপজেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম জানিয়েছেন, এ ইউনিয়নে মাত্র দু’জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী রোববার তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। যেহেতু চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী নেই, তাই মো. খালিদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ অনুযায়ী সংরক্ষিত মহিলা ও পুরুষ সদস্য পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন ও সাধারণ সদস্য পদে ২৭ জন প্রর্থী রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএ