কক্সবাজার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় নৌকার প্রচার প্রচরণায় জামায়াত শিবিরের কর্মীরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উত্তর ধুরুং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইয়াহিয়া খাঁন কুতুবীর প্রচার প্রচারণায় আরেক চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা সিরাজদৌল্লাহ ও তার দলীয় ক্যাডাররা বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী নেতাকর্মীরা।
এ বিষয়ে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. এমরান বাংলানিউজকে জানান, জামায়াত নেতা সিরাজদ্দৌল্লাহ নৌকা প্রতীক বাগিয়ে নিতে অনেক দেন দরবার ও তদবির করেছেন। কিন্তু সফল হননি। কেন্দ্র থেকে ইয়াহিয়া খাঁনকে প্রতীক দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় সিরাজদৌল্লা’র হুমকি ধামকি আর প্রচারণায় বাধা দেওয়া।
তিনি অভিযোগ করে বলেন, ২৬ ফেব্রুয়ারি ১০-১৫ জন নেতাকর্মী মো. ইয়াহিয়া খাঁন কুতুবীর পক্ষে নৌকার সমর্থক নিয়ে আকবর বলিপাড়া ঘাট ঘরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এসময় অপর চেয়ারম্যান প্রার্থী সিরাজদৌল্লাহ’র নেতৃত্বে জামায়াত বিএনপির কর্মী সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লংঘন করে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা না চালানোর জন্য তাদেরকে বাধা দেয়।
নৌকা প্রতীক বরাদ্দ পাওয়া ইয়াহিয়া খান বাংলানিউজকে বলেন, এক সময়ের ত্রাস জামায়াত ক্যাডার সিরাজদ্দৌল্লাহ আমার সমর্থকের ওপর চওড়া হয়েছে। বিষয়টি উপজেলা আ’লীগের নেতাদের অবহিত করেছি।
১নং উত্তর ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আমির হোছেন বাংলানিউজকে বলেন, নৌকার প্রচারণায় আমাকেও বাধা দিচ্ছেন ওই জামায়াত নেতা। এ বিষয়ে কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ করেছি।
কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই বাংলানিউজকে জানান, সিরাজদ্দৌলাহ নৌকার প্রচারণায় বাধা দিচ্ছেন বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তবে অভিযোগের বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা সিরাজদৌল্লাহ বাংলানিউজকে বলেন, আমি এ ধরনের কিছু করিনি। কাউকে প্রচারণায় বাধাও দেইনি। আর অভিযোগের বিষয়েও কিছু জানি না।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
টিটি/আইএসএ/টিসি