ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি জোয়ারের অপেক্ষায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বিএনপি জোয়ারের অপেক্ষায় আবদুল্লাহ আল নোমান

ঢাকা: সরকারের নির্যাতন বিএনপির আন্দোলন রুখে দিতে পারবে না। বিএনপি আন্দোলনের জোয়ারের অপেক্ষা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।



সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি পণ্য ব্যবহার আন্দোলন’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরকার নিজেদের পক্ষ থেকে যদি গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু না করে তাহলে অশনি সংকেত দেখতে পাচ্ছেন বলে জানান বিএনপির এ নেতা।

তিনি বলেন, জনগণকে নিয়ে বিএনপি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করতে চেয়েছে ও করছে। সে আন্দোলন বাধাপ্রাপ্ত হলে বালুর চরে যেমন বাঁধ টিকে থাকে না, তেমনিভাবে এ সরকারের পুলিশ, রাষ্ট্র যন্ত্রের নির্যাতন জনগণের যে আন্দোলন তাকে রুখে দিতে পারবে না। বালুর বাঁধ ভেঙে জোয়ার আসবেই।

বিএনপি ও জনগণ সে জোয়ারের অপেক্ষায় থাকবে বলেও মন্তব্য করেন নোমান। নোমান বলেন, সংবাদপত্র, সাংবাদিক ও জনগণের কথা বলার স্বাধীনতা নেই। কারণ সবাই তো কারাগারে যেতে, খুন, গুম হতে মানসিকভাবে প্রস্তুত নয়। যেখানে এ অবস্থা সেখানে দেশ কীভাবে এগোবে।

সভায় সংগঠনের আহ্বায়ক শাহজাহান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রেজা, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।