ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহের জামায়াত নেতার মরদেহ যশোরে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ঝিনাইদহের জামায়াত নেতার মরদেহ যশোরে উদ্ধার ছবি : প্রতীকী

যশোর: ঝিনাইদহে নিখোঁজ আবু হুরাইরা (৫৫) নামে এক জামায়াত নেতার মরদেহ যশোরে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতাল মর্গে স্বজনেরা তার মরদেহ সনাক্ত করেন।



এর আগে, সকালে যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকার বেলতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু হুরাইরা ঝিনাইদহ সদর উপজেলার অশ্বথলী গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহের কুঠি দুর্গাপুর মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলা জামায়াতের সুরা সদস্য বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকার বেলতলা থেকে মৃতদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে তার স্বজনরা মৃতদেহ সনাক্ত করেছেন।  

নিহতের ভাই আব্দুল মালেক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ৩৫ দিন আগে (২৪ জানুয়ারি) ডিবি পুলিশ পরিচয়ে আবু হুরাইরাকে তার কর্মস্থল ঝিনাইদহের কুঠি দুর্গাপুর মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু তাকে কোথায় খুঁজে পাওয়া যায়নি। এমনকি পুলিশ আটকের কথাও অস্বীকার করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, নিহত শিক্ষক আবু হুরাইরা ঝিনাইদহ জেলা জামায়াতের সুরা সদস্য। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।

ডিবি পরিচয়ে আটকের বিষয়ে জিজ্ঞেস করা হলে ওসি জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে -এমন কিছু তার জানা নেই। অভিযোগটি বানোয়াট হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।