ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) যেসব আসনে একক প্রার্থী রয়েছেন, সেখানে পুনরায় তফসিল দেওয়ার দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি দাবি জানান।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, অনেক জায়গায় সরকারি দলের লোকরা জোরপূর্বক একক প্রার্থী দিয়েছেন। বিএনপির নেতা-কর্মীদের প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে। তাই এসব এলাকা চিহ্নত করে নির্বাচন কমিশনকে পুনরায় তফসিল ঘোষণার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছি।
বিএনপির আসন্ন কাউন্সিলের অনুমতি না দেওয়ায় সরকারের কড়া সমালোচনা করে আব্দুল্লাহ আল নোমান বলেন, জনগণকে ভয় পায় বলেই কাউন্সিলের অনুমতি দিতে সাহস পাচ্ছে না সরকার। কাউন্সিলে হাজার হাজার মানুষের সমাগম হবে, এই ভয়ে ভীত হয়ে সরকার অনুমতি দিতে টালবাহানা করছে।
উপজেলা নির্বাচনের মতো আসন্ন ইউপি নির্বাচনেও কারচুপি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির এই সিনিয়র নেতা।
কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসএম/আইএ