ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে এরিকের আইনি অভিভাবক দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
মঙ্গলবার (০১ মার্চ) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ব্যারিস্টার আনিস।
তিনি বলেন, এরশাদের ছেলে এরিক, যাকে সব চেয়ে বেশি উনি আদর করেন, তার ছেলের লিগ্যাল গার্ডিয়ান ওনার ভাইকে করেন নাই, আমাকেই করেছেন।
‘তার ছেলের জন্য যে ফিক্সড ডিপোজিট করেছেন সেটার লিগ্যাল গার্ডিয়ানও হলাম আমি। ’
জাতীয় পার্টির চেয়ারম্যান ১/১১ এর প্রেক্ষাপটে আনিসুলকে কুশীলব আখ্যা দিয়ে তার বিচার দাবির করেন। আর এ ঘটনার পরিপ্রেক্ষিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‘এরিকের বয়স ১৮ বছর না হওয়ায় আমাকে গার্ডিয়ান করা হয়েছে‘ উল্লেখ করে ব্যারিস্টার আনিসুল ইসলাম বলেন, এটা (অভিভাবক) পরিবর্তন হতে পারে।
এই অর্থের পরিমাণ পাঁচ কোটি টাকা কি না- সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সময়ে অর্থটা জমা করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এমআইএইচ/এমএ
** ২০ হাজার ডলার নিয়ে বিদেশ যাওয়ার চাপ ছিল এরশাদের
** দায়িত্ব নিয়েছিলাম বলেই এরশাদ মাইনাস হননি