জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল কর্মীর উপর ছাত্রলীগ কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটা দিকে শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘একনিষ্ঠ ছাত্রনেতা, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ এবং শহীদ রফিক জব্বার হলের ছাত্র গোলাম সারোয়ার তুহিনের উপর বাংলাদেশের একমাত্র জঙ্গি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক নির্মম, বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
অন্যথায়, ঘৃণ্য এই ঘটনার প্রতিবাদে যে কোন অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়বদ্ধ থাকবেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১ মার্চ) দুপুর তিনটার দিকে ছাত্রদল কর্মী গোলাম সরোয়ার তুহিন নিজ বিভাগে ক্লাস শেষ করে বটতলায় খেতে গেলে শহীদ রফিক-জব্বার হল সভাপতি নওশাদ আলম অনিকের নেতৃত্বে ৮-১০জন ছাত্রলীগ নেতাকর্মী তাকে পিটিয়ে আহত করে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আরআই/