কিশোরগঞ্জ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি) বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি জায়ামাতের রাজনীতি এদেশে নিষিদ্ধ করা হবে।
তিনি আরো বলেন, এদেশে তাদের নাগরিকত্ব থেকে দু’টি সুযোগ খর্ব করা হবে।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে খেলাঘর জাতীয় শিশু কিশোরদের চার দিনের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এসব কথা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে শিশুরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কিশোরগঞ্জের জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্, পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া প্রমুখ।
জানা গেছে, মেধা বিকাশে ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে চারদিনের এ জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ভারত, নেপাল ও বাংলাদেশসহ তিন দেশের পাঁচ শতাধিক শিশু-কিশোর এতে অংশ নিচ্ছে। ভৈরবের বন্ধু সংগঠন কাকলি খেলাঘর ভৈরব পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ মাঠে এ ক্যাম্পের আয়োজন করেছে। দেশ ও বিদেশের শিশু-কিশোরদের প্রশিক্ষণ ক্যাম্পে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। মুক্তিযুদ্ধকে জানতে মাঠের পাশে সাজানো হয়েছে বিভিন্ন প্রতিকৃতি। স্থান পেয়েছে দেশ-বিদেশের জ্ঞানী-গুণিদের ছবি।
কেন্দ্রীয় খেলাঘর আসর সভাপতি মণ্ডলীর সদস্য ও ভৈরব শাখার সভাপতি শরীফ আহমেদ বলেন, বাংলাদেশের ৫০০ শিশু-কিশোর ছাড়াও সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসরের ২৫ জন ও নেপাল থেকে একই সংগঠনের আটজন প্রতিনিধি যোগ দিচ্ছে এই ক্যাম্পে। এই ক্যাম্পকে আমরা প্রশিক্ষিত মানুষ গড়ার মাইল ফলক হিসেব দেখছি।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসআই