ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ নেতার বাসায় হামলা

বরিশালে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
বরিশালে ১০ জনের বিরুদ্ধে চার্জশিট

বরিশাল: বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বাসায় হামলার ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাখায় চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।



কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ২১ ফেব্রুয়ারি রাতে অসীম দেওয়ানের কাউনিয়ার প্রথম গলির বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় অসীম দেওয়ানের ভাই দেওয়ান আলেসিন এলিন বাদী হয়ে ওই রাতেই কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়।

এর মধ্যে রইস আহম্মেদ মান্না, কাজী জিয়া উদ্দিন, মশিউর আলম, সোহাগ ওরফে ছোট সোহাগ, অঞ্জন, নাদিম, আরিফুর রহমান শাকিল, কিসমত সাহারিয়ার হৃদয়, বক্কর মামুন ওরফে তসলিম ও মেহেদী হাসান সম্পদকে অভিযুক্ত করে মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করা হয়।

এরা সবাই বরিশাল মহানগর ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকলেও পদধারী নন।

এদিকে, হামলার ঘটনার পর মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা ওই রাতেই নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন।

তবে ২৫ ফেব্রুয়ারি সকালে নগরের সদর রোডে রইস আহম্মেদ মান্নাসহ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তৃণমূল ছাত্রলীগের ব্যানারে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ওই মানববন্ধনে মহনগর ছ্ত্রালীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।