ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ’লীগকে ধ্বংস করছেন কাজী জাফরউল্লাহ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
‘আ’লীগকে ধ্বংস করছেন কাজী জাফরউল্লাহ’ কাজী জাফরউল্লাহ ও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন

ফরিদপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ রাজাকারকে বঙ্গবন্ধুর নৌকা এনে দিয়ে দলকে ধ্বংস করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

আগামী ২০ মার্চ অনুষ্ঠিতব্য ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু ফয়েজ মো. রেজাকে ইঙ্গিত করে এ অভিযোগ করেন তিনি।

  

মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র এ এমপি আরও বলেন, কাজী জাফরউল্লাহ নিজেও রাজাকার ছিলেন।  

ভাঙ্গা উপজেলায় তার সমর্থকদের নিয়ে সমাবেশ ডেকেছিলেন এমপি নিক্সন চৌধুরী। কিন্তু কাজী জাফরউল্লাহর সমর্থকরা পাল্টা সমাবেশ ডাকেন। আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি এ সমাবেশের কারণে সমাবেশ করতে ব্যর্থ হয়ে সংবাদ সম্মেলন করেন নিক্সন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছি। গত ৩২ বছরে যে উন্নয়ন এ এলাকায় হয়নি, তা এখন হচ্ছে।

তিনি বলেন, ভাঙ্গা পৌরসভা নির্বাচন আসছে। এ নির্বাচনে নির্বাচন কমিশনের যে আইন আছে তাতে নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্যকে বাইরে রাখতে বলা হয়েছে। কিন্তু এ এলাকার মানুষের ভোটে আমি নির্বাচিত সংসদ সদস্য। তাই এখানে নেপাল সাহা নামে একজন বিজ্ঞ মানুষ অসুস্থ তাকে দেখতে এসেছি। নির্বাচনবিধিতে অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার ব্যাপারে কোনো বিধি-নিষেধ নেই। এ এলাকার সংসদ সদস্য হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আমি আমার নেতাকর্মীকে বলি, নির্বাচনবিধি অনুযায়ী ভোট চাইবেন। কোনোভাবেই আচরণবিধি ভঙ্গ করবেন না।
 
ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ নিক্সন চৌধুরী এমপির সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাঙ্গা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কাজী জাফরউল্লাহ ও নিক্সন চৌধুরীর সমর্থক আ’লীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হচ্ছে। তারা উভয়ে নিজ নিজ মেয়র প্রার্থীকে নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

এর মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু ফয়েজ মো. রেজাকে নিয়ে মাঠে সরাসরি রয়েছেন কাজী জাফরউল্লাহ, তার ভাই ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সীসহ জাফরউল্লাহর সমর্থকেরা।

আর জাফরউল্লাহর প্রার্থীকে হারাতে নিক্সন চৌধুরী আবু জাফর মুন্সীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী করেছেন। এমপি হওয়ায় তিনি সরাসরি থাকতে না পারলেও তার সমর্থক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেনসহ নেতাকর্মীরা নির্বাচনী অফিস খুলে প্রচার-প্রচারণা চালাচ্ছেন পুরোদমে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।