ঢাকা: বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘের অধীনে ছাড়া এ দেশে নির্বাচন সুষ্ঠু হবে না। বিএনপি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে গেলে জাতিসংঘের অধীনেই যাওয়া উচিত।
‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এমন মন্তব্য করেছেন। বুধবার (০২ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সভাটির আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ।
শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি জেনেশুনে বিষপান করতে যাচ্ছেন। অতীত থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে।
তিনি বলেন, আমি ম্যাডামকে ২০০৮ সালের নির্বাচনে না যেতে পরামর্শ দিয়েছি। আমি ম্যাডামকে বলেছি, সংরক্ষিত নারী আসন ছাড়া বিএনপি ২৮ সিট পাবে। তিনি আমার কাছে সোর্স জানতে চেয়েছিলেন। আমি সোর্সও বলেছি। পরে দেখা গেলো আমার কথাই ঠিক। সিটি নির্বাচন, পৌর নির্বাচনে অংশ না নিতেও আমার পরামর্শ ছিলো’।
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘এটা বুঝতে হবে যে, এ দেশে নির্বাচন কমিশন আওয়ামী লীগের। র্যাব-পুলিশকেও নিজস্ব সংস্থা বানিয়েছে। তাদের দলীয় এসব সংস্থা দিয়ে কীভাবে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায়?’
তিনি বলেন, ‘ইউনাইটেড নেশনস প্রধানের হস্তক্ষেপে আন্তর্জাতিক ওই প্রতিষ্ঠানের অধীনে বাংলাদেশের সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না’।
বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বিএনপির ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া আর ট্রেনের চাকায় হাওয়া দেওয়া সমান। আমরা জানি, অনেক বৈরিতার মধ্যে বিএনপির প্রার্থী জয়ী হলেও লাভ হবে না। তিন-চারমাস পর দেখা যাবে মামলা ঠুকে দেওয়া হয়েছে। এরপর বরখাস্ত’।
বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের সভাপতি চৌধুরী রাজিব হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, যুবদলের কেন্দ্রীয় সদস্য এইচ এম সাইফ আলী খানসহ সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘন্টা, মার্চ ০২, ২০১৬
এডিএ/এএসআর