ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা কোনো এক দল বা এক ব্যক্তির অবদান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও ২০ দলীয় জোট নেতা এম. গোলাম মোস্তফা ভুইয়া।
বুধবার (০২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ‘২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস স্মরণে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মহানগর ন্যাপ যুগ্ম আহ্বায়ক মো. আনছার শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব। আলোচনায় অংশ নেন ন্যাপ সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী, আহসান হাবিব খাজা, মো. কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, সদস্য প্রিন্সিপাল নজরুল ইসলাম, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল কাউছারী, জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, অতীত অস্বীকার করে সঠিক ইতিহাস নির্মাণ করা যায় না। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নির্মাণে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এম.এ.জি ওসমানী, আ.স.ম. আব্দুর রব, শাহজাহান সিরাজসহ যার যা অবদান তার স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি সঠিক ও নির্মোহভাবে নির্মাণ করতে ব্যর্থ হই; তাহলে আগামী প্রজন্মের কাছ থেকে আমরা মুক্তি পাবো না। তাই জাতি হিসেবে আমাদের উচিত সব কৃতিত্ব নিজেদের পাত্রে জমা করার প্রবণতা বাদ দিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আইএ