ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুলিশের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
পুলিশের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



বুধবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের পুলিশ লাইন রোডে এ ঘটনার সূত্রপাত ঘটে। যা পরে জিলা স্কুল সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।

‌এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সত্ত রঞ্জন এবং কনস্টেবল ফিরোজ ও আরাফাতসহ ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের এসি আনসার উদ্দিন এক পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আবিদ হোসেন, আশিষ ঢালী, ইসমাইল সরদার লুৎফর রহমানসহ চারজন ছাত্রকে আটক করেছে পুলিশ।

প্রতক্ষদর্শীরা জানায়, নগরের পুলিশ লাইন রোডের হট প্লেট নামে একটি রেস্টুরেন্টের স্টাফদের মোবাইল চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বরিশাল পলিটেকনিক ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল রুমি জানান, খবর পেয়ে তারা কর্ণকাঠী এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থেকে বরিশাল জিলা স্কুল সংলগ্ন অস্থায়ী ক্যাম্পাসে যান।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।