পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার ফকিরপুর গ্রামে গোপন বৈঠক করাকালে আবুল কালাম (২৭) ও নাজমুল হক নামে শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সিডি, জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২ মার্চ ) দুপুর ২টার দিকে উপজেলার ফকিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মাঝগ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম ও ধুলাউড়ি ইউনিয়ন ছাত্র শিবিরের নেতা নুরদহ গ্রামের আবু সাঈদের ছেলে নাজমুল হক।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, বড় ধরনের নাশকতার জন্য ফকিরপুর গ্রামে ছাত্র শিবিরের একদল নেতাকর্মী বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা পালানোর চেষ্টা করলে ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ জিহাদী সংগ্রামের সিডি, জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আরএ/