বগুড়া: দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বগুড়া শিবগঞ্জ ও সোনাতলা উপজেলার ১৮টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ১ হাজার ১১২ জন দাখিল করেছেন।
এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ১১০ জন, পুরুষ সদস্য পদে ৭৭০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২৩২ জন।
বুধবার (০২ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।
বুধবার (০২ মার্চ) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন বাংলানিউজকে মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করে জানান, শিবগঞ্জের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৮ জন, পুরুষ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৮ জন, সোনাতলায় চেয়ারম্যান পদে ৩২ জন, পুরুষ সদস্য পদে ২৩১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেছেন।
এবার ছয় দফায় সারাদেশের ইউপিগুলোর ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২২ মার্চ প্রথম দফায় ৭৩৪ ইউপিতে ভোট হবে। এক্ষেত্রে দ্বিতীয় দফায় ৩১ মার্চ ৬৫১ ইউপিতে, তৃতীয় দফায় ২৩ এপ্রিল হবে ৭১১টিতে ও চতুর্থ দফায় ৭ মে ৭২৮টি ইউপিতে ভোট হবে। এছাড়াও পঞ্চম দফায় ২৮ মে ৭১৪টি এবং ষষ্ঠ দফায় ৪ জুন ৬৬০টি ইউপির ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এমবিএইচ/আইএ