তালা (সাতক্ষীরা) : ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার তালা উপজেলায় ২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে চারজন ও সদস্য পদে ২২ জন।
বুধবার (২ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা এ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন- ধানদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আসাদুজ্জামান, মো. রবিউল ইসলাম, সদস্য পদে ইমাদুল মোল্ল্যা, মো. মহিদুজ্জামান, মো. কামাল হোসেন, আব্দুর রউফ মল্লিক, কুমিরা ইউনিয়নে সদস্য পদে- জয়নাল সরদার, মো. মশিয়ার চৌধরী, আব্দুর রহমান, তপন কুমার ঘোষ, মো. কওসার আলী মোড়ল।
তালা সদর ইউনিয়নে সদস্য পদে শিবু পদ দাশ, হযরত মোড়ল, খলিলনগর ইউনিয়নে সদস্য পদে ইবাদুল গাজী, কালাম সরদার, মো. নূর ইসলাম শেখ, মাগুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শেখ সাইদুর রহমান, সদস্য পদে ফিরোজ গাজী, শেখ আব্দুল আলীম।
খেশরা ইউনিয়নে চেয়ারম্যান পদে এমএম ফজলুল হক, সরুলিয়া ইউনিয়নে সদস্য পদে শেখ মামুনার রশিদ, জাহাঙ্গীর সরদার, নগরঘাটা ইউনিয়নে সদস্য পদে আব্দুল হামিদ, জাকির হোসেন, জালালপুর ইউনিয়নে সদস্য পদে বিউটি বেগম ও ইসলামকাটি ইউনিয়নে সদস্য পদে নজির আহম্মেদ।
এছাড়া খলিষখালী ও তেঁতুলিয়া ইউনিয়নে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বে থাকা ছয়জন রিটানিং অফিসার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২২ মার্চ তালা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে বুধবার (২ মার্চ) প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আরএ