ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন সুষ্ঠ করার আহ্বান এরশাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
ইউপি নির্বাচন সুষ্ঠ করার আহ্বান এরশাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার (২ মার্চ) বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



তিনি বলেন, দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা কিছুদিন আগে হওয়া পৌরসভা নির্বাচনের মতো সরকারি দলের প্রার্থীরা ভোট কেটে নিতে পারে বলে আশঙ্কা করছে।

এই নির্বাচন সুষ্ঠু না হলে সরকারে দুর্নাম হবে। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। তা না হলে মানুষ ভোটের ব্যাপারে আগ্রহ হারাবে।
                            
এরশাদ বলেন, দলীয় প্রতীকে নির্বাচন করে সরকার দেখাতে চায় সমস্ত পৌরসভা ও ইউনিয়ন তাদের দখলে। যার অর্থ দাঁড়ায় সারা দেশই তাদের দখলে।

সম্প্রতি একের পর এক শিশু হত্যা বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে নিজেই বলেছেন, গত ৫০ দিনে দেশে ৪৫টি শিশুকে হত্যা করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব তার। কিন্তু সরকার তা পারছে না। কারণ দেশে কর্মসংস্থানের অভাবে তরুণরা মাদকের আশ্রয় নিচ্ছে। এগুলো বন্ধ না হলে সমাজের অবক্ষয় রোধ হবে না।

আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় এলে উপজেলাকে পূর্বাবস্থায় ফিরিয়ে এনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এখন ক্ষমতার অধিকারী, যা অগণতান্ত্রিক। –বলেন এরশাদ।

প্রাদেশিক ব্যবস্থা চালু, পাঁচ হাজার ইউনিয়নে গুচ্ছগ্রাম তৈরি করে গরীব মানুষের পাশে সব সময় জাতীয় পার্টি থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এরশাদ আরো বলেন, শান্তি পরিবর্তন উন্নয়ন মানুষ চায়। আমার পাশে আপনারা থাকুন আমি দেখে যেতে চাই, জাতীয় পার্টি আবার ক্ষমতায় এসেছে।

এসময় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার প্রমুখ।

পরে এরশাদ গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে আব্দুর রশিদ সরকার ও সেক্রেটারি হিসেবে রাগীব হাসান চৌধুরী হাবুলের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।