ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিনিয়র নেতাদের সমর্থন পেলেন খালেদা-তারেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
সিনিয়র নেতাদের সমর্থন পেলেন খালেদা-তারেক খালেদা জিয়া ও তারেক রহমান

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র কেনা ও এ দুই পদে আসীন খালেদা জিয়া ও তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সমর্থন পেয়েছেন।
 
বুধবার (০২ মার্চ) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের শীর্ষ নেতারা এ সমর্থন জানান।


 
এরআগে বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম খানের কাছ থেকে খালেদা জিয়ার জন্য মনোনয়নপত্র কেনেন তার নির্বাচনী এজেন্ট রুহুল কবির রিজভী।
 
লন্ডনে অবস্থানরত তারেক রমানের জন্য মনোনয়নপত্র কেনেন তার নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
 
বুধবার এই দুই পদের জন্য আর কেউ মনোনয়নপত্র কেনেননি। আগামী ৪ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
 
খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে তাদের মনোনীত এজেন্টরা মনোনয়নপত্র কেনার ৭ ঘণ্টা পর গুলশান কার‌্যালয়ে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া।
 
ওই বৈঠক থেকে চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানকে পূর্ণ সমর্থন দেন সিনিয়র নেতারা।
 
 
এদিকে, এই দুই পদে আর কেউ প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন হতে যাচ্ছেন খালেদা জিয়া। আর সিনিয়র ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন তারেক রহমান।
 
তারপরও খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র নেতারা তাদের সমর্থনের কথা জানিয়ে দেন  বর্তমান চেয়ারপারসনকে।
 
বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।
 
এরআগে রাত সাড়ে ৯টায় খালেদা জিয়া গুলশান কার্যালয়ে পৌঁছালে তার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম বিএনপির সদ্য কারামুক্ত নেতারা।
 
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার এ সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এজেড/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।