ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বগুড়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
বগুড়ায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ সময় উভয় পক্ষের ৪ জনকে আটক করা হয়।
 
শনিবার (০৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর ও বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।  
 
আটকরা হলেন- আওয়ামী লীগ প্রার্থী আব্দুল গফুরের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চঞ্চল (৩৫), স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের ছেলে আরাফাত হোসেন (২২), স্বেচ্ছাসেবক লীগ নেতা সুলতান মাহমুদ (৩৫) ও জাকারিয়া হোসেন রাজু (২৫)।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব রাবার বুলেটের গুলি ছোড়া ও ৪জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।