টাঙ্গাইল: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা খালি মাঠে খেলতে চাই না। খালি মাঠে খেলতে ভাল লাগে না।
তিনি বলেন, আমি খালেদা জিয়াকে বলতে চাই আপনারা বাইরে থেকে ষড়যন্ত্র না করে, বেশি কথা না বলে নির্বাচনে আসুন। দেখি সাধারণ জনগণ কাকে ভালবাসে। নির্বাচনে আসতে এত ভয় পান কেন? কারণ জনগণ আপনার দলকে প্রত্যাখ্যান করেছে।
শনিবার (০৫ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদরের ভাসানী হলে জেলা আওয়ামী স্বেচ্ছাসেক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, দেশ আজ অনেক ধাপ এগিয়ে রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ উন্নয়নের শীর্ষে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিএনপি-জামায়াত। কিন্তু কোনো লাভ হয়নি। আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে সক্ষম হয়েছি। বিএনপি-জামায়াতের সৃষ্ট জঙ্গিবাদ আমরা নির্মূণ করেছি। বিএনপি-জামায়াত যতোই চেষ্টা বা ষড়যন্ত্র করুক এই দেশে কোনোদিন জঙ্গিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামসুজ্জামান পাশার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ড. আব্দুর রাজ্জাক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, মো. ছানোয়ার হোসেন এমপি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসআর