পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতাগুলিসাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।
শনিবার (০৫ মার্চ) দুপুরে ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামে এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর অন্তত ২৫ জন কর্মী-সমর্থক আহত হন।
আহতদের মধ্যে দুই নারীসহ ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, ইউনিয়নের হলতা গ্রামের আবুল বাশার (৬২), জাকিয়া বেগম (৪০), আলেক নূর (২৫), রহমতউল্লাহ (২৭), রুপক মাতুব্বর (৩৪), মোস্তফা মিয়া (৫৫), মাইনুল ইসলাম (২৫), খলিল খলিফা (৩২), নাসির তালুকদার (৩৫), শাহাদাত হোসেন (৩২), মামুন হাওলাদার (২৮), মহারাজ আকন (২৫), রীহান তালুকদার (২৯), রেজাউল করিম (৫০), দুলাল মিস্ত্রী (৩৫), শাহাদাৎ গাজী (২১) ও মো. মাইনুল (২৩)।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ অভিযোগ করেন, বেলা ১১টার দিকে তার কয়েকজন নারীকর্মী দক্ষিণ কবুতরখালী গ্রামে প্রচারণায় যান। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল আলম ঝনোর কর্মীদের সঙ্গে তাদের তর্ক হয়। খবর পেয়ে তার সমর্থকেরা ঘটনাস্থলে গেলে রিয়াজুল আলমের সমর্থকেরা তাদের ওপর হামলা করেন। এতে তার ২৫ কর্মী আহত হন।
আওয়ামী লীগের প্রার্থী রিয়াজুল আলম ঝনো বলেন, হারুনের কর্মীদের সঙ্গে আমার কর্মীদের তর্কের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে আমার কয়েকজন কর্মী আহত হন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুজ্জামান জানান, তারা ১৭ জনকে ভর্তি করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসআর