ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া রাজনৈতিকভাবে পরাজিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
খালেদা জিয়া রাজনৈতিকভাবে পরাজিত

নীলফামারী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

শনিবার (০৫ মার্চ) দুপুরে নীলফামারী জেলা পরিষদ সম্মেলন কক্ষে দলের অষ্টম জাতীয় কংগ্রেস উপলক্ষে রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশে উন্নয়নের জোয়ার বইছে, ঠিক তখন উন্নয়নকে প্রতিহত করতে বিএনপি নেত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধের অপশক্তিকে নেতৃত্ব দিয়ে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছেন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণ তা প্রতিহত করায় খালেদা জিয়া যুদ্ধপারাধীদের রক্ষা করতে পারেননি। খালেদা জিয়া রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন।

নীলফামারী জেলা শাখার ‌আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক বাবুল বিশ্বাস, বিরেন সাহা, সাইমুম হক আবদার প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনে রংপুর বিভাগের আট জেলা ছাড়াও জয়পুরহাট ও বগুড়া জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলের অষ্টম কংগ্রেস উপলক্ষে এ অঞ্চলের ভোটার নির্বাচন করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।