ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বিএনপির ১৭৮ প্রার্থী নির্বাচন থেকে বঞ্চিত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
বিএনপির ১৭৮ প্রার্থী নির্বাচন থেকে বঞ্চিত রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপি সমর্থিত ১৭৮ চেয়ারম্যান প্রার্থীকে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (০৬ মার্চ) বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।



রুহুল কবির রিজভী বলেন, এই ভোটারবিহীন সরকার বিচার বিভাগের স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ করছে। প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত, সরকারের দুই মন্ত্রীর এমন মন্তব্যের ওপরও কঠোর সমালোচনা করেন।

তিনি আরো বলেন, সরকার দলীয় নেতকর্মীরা নানা চক্রান্ত করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতোমধ্যেই ফেনী, পটুয়াখালী, খুলনা, ব্রাহ্মণবাড়ীয়াসহ বেশ কিছু জেলায় বিএনপি সমর্থিত প্রর্থীদের মনোনয়নপত্র জোর করে প্রত্যাহার করিয়েছে। যার ফলে আজ বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন থেকে বঞ্চিত রয়েছেন।

শনিবার (০৫ মার্চ) মিরপুর স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেট ফাইনালের টিকিট সংগ্রহ করাকে কেন্দ্র করে সাধারণ জনতার ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার যে দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চায় এটি তার আরেকটি প্রমাণ। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য হাতিয়ার হিসেবে লাঠি আর বন্দুক ব্যবহার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।

এদিকে সারাদেশের কাউন্সিলরদের আগামী ১৬ মার্চ থেকে কাউন্সিলর কার্ড সংগ্রহ করার নির্দেশ দিয়ে সারাদেশের কাউন্সিলরদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমএম/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।