ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

আশাশুনিতে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
আশাশুনিতে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগ দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রোববার (০৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার খাজরা বাজারে এ সংঘর্ষে দুইজন আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।

আহতরা হলেন, খাজরা গ্রামের আনিস সরদার ও হান্নান সরদার।

খাজরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম বলেন, খাজরা বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুস তার লোকজন নিয়ে হামলা চালায়। এতে তার দুই কর্মী আহত হন। তাদের স্থানীয় জাগিরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, পুলিশ ইয়াকুব হোসেন নামে একজনকে আটক করেছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।