নীলফামারী: দেশকে নিরাপদ রাখার জন্য জাপাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে মানুষের নিরাপত্তা নেই। প্রতি নিয়ত নিষ্পাপ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত খুন হচ্ছেন।
রোববার (৬ মার্চ) বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এসময় মহাজোট থেকে আপাতত বেরিয়ে আসার কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে এরশাদ বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়ায় তার সঙ্গে আলাপ আলোচনা না করে মহাজোট থেকে বেরিয়ে আসা যাবে না।
তিনি আরও বলেন, আমরা সংগঠন শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। নিজের পায়ে দাঁড়াতে পারলে মহাজোট থেকে বেরিয়ে বিরোধী দলের রাজনীতি করবো।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জাপা কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী ও জেলা জাপা আহ্বায়ক সংসদ সদস্য শওকত চৌধুরী বক্তব্য রাখেন।
পরে সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীকে সভাপতি, সংসদ সদস্য শওকত চৌধুরীকে সাধারণ সম্পাদক ও কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে নীলফামারী জেলা কমিটি ঘোষণা করেন এরশাদ।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
আরএ