ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
পটুয়াখালীতে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বারোঘর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতদের মধ্যে নৌকার প্রার্থী মো. দেলোয়ার হোসেন মৃধা গ্রুপের মোজাম্মেল হোসেন (৪৫), আমীর হোসেন (৩৭), সঞ্জয় কুমার দাস, (৩৫) ও বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন প্যাদা গ্রুপের আব্দুল রাজ্জাক প্যাদা (৪৫), খলিল প্যাদা (৫০) ও কামরুল ইসলাম প্যাদাসহ (৩০) আটজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা গ্রেফতারের ভয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নৌকার প্রতীকের সমর্থকরা নির্বাচনী প্রচারণা করছিলো। এ সময় আচমকা বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।   পরে উভয়গ্রুপের মধ্য সংঘর্ষ বেধে যায়। এতে ২০ জন আহত হয়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীদ্বয় পরস্পরকে দায়ী করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএসএম তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।