ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকার দলীয় লোকের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
‘সরকার দলীয় লোকের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন’

ঢাকা: সরকার দলীয় লোক ও পুলিশের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
মঙ্গলবার (০৮ মার্চ) গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।


 
০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
খালেদা জিয়া বলেন, এই ‘অবৈধ’ সরকারের আমলে নারীরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নেই। সরকার দলীয় লোকের হাতে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি সরকারের পুলিশের হাতেও নারীরা নির্যাতিত হচ্ছেন। তাদের ধরা হচ্ছে না, বিচার করা হচ্ছে না বলে নারী নির্যাতনও বন্ধ হচ্ছে না। বেড়েই যাচ্ছে।
 
আওয়ামী লীগ ভদ্র আচরণ জানে না অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ বলেন আর হাসিনা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেন, তারা ভদ্র ভাষা জানেন না। আর ভদ্র ভাষা না জানলে ভদ্র আচরণ করবেন কী করে?
 
প্রধানমন্ত্রীর ব্যবহারে গোটা জাতি লজ্জা পায় মন্তব্য করে খালেদা জিয়া বলেন, বিনা ভোটে হোক, আর যেভাবেই হোক, হাসিনা তো প্রধানমন্ত্রী। দেশের নাগরিক হিসেবে তার কাছ থেকে আমরা ভালো আচরণ আশা করি। কিন্তু তার ব্যবহার ও কথা-বার্তা শুনে আমরা লজ্জিত হই। গোটা জাতি লজ্জিত হয়।
 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপিকে অনুষ্ঠান করতে দেয়নি অভিযোগ করে তিনি বলেন, প্রতি বছর আমরা বৃহৎ পরিসরে আন্তর্জাতিক নারী দিবস পালন করি। এবার কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকায় বড় পরিসরে সেটি করতে পারিনি। আর করব কী করে আমাদের তো কোনো অনুষ্ঠানই করতে দেয় না সরকার। আজও মহিলা দলের প্রোগ্রামে বাধা দিয়েছে সরকার।
 
বাংলাদেশের নারীরা আর পিছিয়ে নেই উল্লেখ করে খালেদা জিয়া বলেন, দেশের নারীরা আজ কোনো দিক থেকেই পিছিয়ে নেই। তারা সব জায়গায় সমান তালে কাজ করছেন। আর এ যাত্রা শুরু করিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই প্রথম মেয়েদের ঘর থেকে বের করে এনে কাজে লাগিয়েছিলেন। তার খাল খনন কর্মসূচিতে মেয়েরাও অংশ নিয়েছিলেন। বিদেশে বাংলাদেশের দূতাবাসের গুরুত্বপূর্ণ পদে নারীদের নিয়োগ দিয়েছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে এ ধারা আমরাও চালু রেখেছিলাম।
 
মহিলা দলের নেতা-কর্মীদের আনা ফুলের তোড়া দেখিয়ে তিনি বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবসে আমার জন্য আপনরা ফুল নিয়ে আসছেন। আমি দোয়া করি এই ফুলের মতই সুন্দর হোক আপনাদের সবার জীবন।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। অনুষ্ঠানে মহিলা দলের কয়েকশো নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
 
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এজেড/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।