ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
যশোরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

যশোর: যশোরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আরিফ হোসেন (২২) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (০৯ মার্চ) ভোরে শহরতলী শেখহাটি কালিতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।



আরিফ শেখহাটি এলাকার আবুল হোসেনের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, বুধবার ভোরে শহরতলী শেখহাটি কালিতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ পুলিশের ওপর হামলা করে। আত্মরক্ষার্থে পুলিশ এক রাউন্ড গুলি করলে আরিফের পায়ে গুলি লাগে। পরে তার কাছ থেকে ১টি পিস্তল, ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা ও চাকু উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ আরিফকে যশোর মেডিকেল কলেজ (যমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের দাবি, ছাত্রলীগ নেতা আরিফকে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে পায়ে গুলি করেছে পুলিশ।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান ও জড়িত পুলিশ সদস্যের শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।