ফেনী: জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে বুধবার (০৯ মার্চ) দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ফেনীতে কোনো প্রভাব পড়েনি।
পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারিতে সকাল থেকে জেলার কোথাও মাঠে দেখা যানি দলটির কোনো নেতাকর্মীকে।
ভোর ৬টা থেকে শহরের অভ্যন্তরে যান চলাচল অনেকটা স্বাভাবিক, চলছে মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, হিউম্যান হলারসহ সব ধরনের যানবাহন। জেলার সঙ্গে উপজেলা শহর গুলোর যোগাযোগ রয়েছে স্বাভাবিক। সকাল ৮টা থেকে খুলতে শুরু করেছে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান।
শহরের মহিপাল বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে কিছু দূরপাল্লার যান। তবে তা অন্যদিনের চাইতে কিছুটা কম।
ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ফেনীর ২৭ কিলোমিটার অংশে ট্রাক, কাভার্ড ভ্যান চলতে দেখা যাচ্ছে। জেলার বাণিজ্য কেন্দ্র বড় বাজারে কাঁচামালসহ পণ্য উঠানামা অনেকটাই স্বাভাবিক।
ফেনীর অতিরক্তি পুলিশ সুপার শামছুল আলম সরকার বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে জামায়াত-শিবির কর্মীরা জেলার কোথাও মাঠে নামতে পারেনি।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসএইচ