ঢাকা: দুর্নীতি দমন কমিশনের দায়ের করা প্লট দুর্নীতি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বুধবার (৯ মার্চ) বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
নাশকতার দুই মামলাসহ সবশেষ দুর্নীতির মামলায় জামিন পাওয়ায় মির্জা আব্বাসের জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ এনে ২০১৪ সালে শাহবাগ থানায় মামলা করে দুদক। এ মামলা ছাড়াও নাশকতার দুই মামলায় চলতি মাসের ৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আব্বাস। কিন্তু বিচারিক আদালতে জামিন আবেদন করে বিফল হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি।
হাইকোর্ট ইতোমধ্যে দুই মামলায় জামিন দিয়ে দুর্নীতির মামলায় রুল জারি করেন। বুধবার এ রুল নিষ্পত্তি করে তাকে জামিন দেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ০৯,২০১৬
ইএস/এএ