ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে চট্টগ্রামের পথে খালেদা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে চট্টগ্রামের পথে খালেদা রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া-ছবি-সোহেল সরওয়ার

কক্সবাজার থেকে: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার সার্কিট হাউজ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি কক্সবাজার সার্কিট হাউজ থেকে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে রওনা দেন। সেখানে রাত্রিযাপন শেষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

ময়নারঘোনা ক্যাম্পে বেলা ১টায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।  

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে গত শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন খালেদা। এ সময় তার সঙ্গে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা যোগ দেন।  

শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করেন। সন্ধ্যার পর রওনা হয়ে খালেদার গাড়িবহর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছায়। সার্কিট হাউজে তিনি রাত্রিযাপন করেন। রোববার (২৯ অক্টোবর) বিকেলে রওনা হয়ে রাতে তার গাড়িবহর কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছায় এবং সেখানে তিনি রাতযাপন করেন।  সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান খালেদা জিয়া।  

**রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান খালেদার  
** কক্সবাজারের স্থানীয় নেতা-কর্মীদের খালেদার নির্দেশনা

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।