ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারের স্থানীয় নেতা-কর্মীদের খালেদার নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
কক্সবাজারের স্থানীয় নেতা-কর্মীদের খালেদার নির্দেশনা কক্সবাজারের স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন খালেদা জিয়া/ ছবি: সোহেল সরওয়ার

কক্সবাজার থেকে: রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে চট্টগ্রামের পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কক্সবাজার ছাড়ার আগে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাজাহান চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদকে সহযোগিতার নির্দেশ দেন বিএনপির চেয়ারপারন।

স্থানীয় নেতাকর্মীদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, আপনারা ভালো কাজ করেছেন এবং করছেন।

ইনশাআল্লাহ এর ফল আপনারা পাবেন।

সোমবার (৩০ অক্টোবর) কক্সবাজার সার্কিট হাউজ থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে  চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে রওনা দেন বিএনপির চেয়ারপারসন। চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউজ থেকে উখিয়ার উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। পথে হিমছড়ি, পেঁচার দ্বীপ, রেজুখাল সেতুর দুই প্রান্ত, উখিয়ার সোনাপাড়ায় বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী তাকে স্বাগত জানান।

দুপুর ১টায় পালংখালী ইউনিয়নের ময়নার ঘোনা (শফিউল্লাহ কাটা) রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে সেখানে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং রোহিঙ্গাদের কাছ থেকে তাদের ওপর মিয়ানমারের সেনা বাহিনীর নিপীড়ন-নির্যাতনের কথা শোনেন।  

এ সময় এক রোহিঙ্গা মায়ের কোলে তার শিশু সন্তানকে কাঁদতে দেখে শিশুটিকে কোলে নিয়ে আদর করেন ও আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা জিয়া।

পরে হাকিমপুর ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে বালুখালীর পানবাজারে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।