ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত চট্টগ্রাম সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল- ছবি: সোহেল সারওয়ার

চট্টগ্রাম (সার্কিট হাউজ)  থেকে:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীদিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত রয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ত্রাণ বিতরণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তুতির কথা জানান।  

তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) এখানে এসেছিলেন একান্ত মানবিক কারণে।

তিনি এখানে কোনো সভা সমাবেশ করেন নি। তারপরও জনতার ঢল নেমেছিলো। এতেই প্রমাণিত হয় খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী।  

ফখরুল বলেন, আপনারা জানেন ঢাকা থেকে রওনা হওয়ার  পর ফেনীতে তার গাড়ি বহরে হামলা হয়েছিল। সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা আহত হন এবং বেশকিছু গাড়ি ভাংচুর করা হয়। এরপরও দেশনেত্রী সবকিছু উপেক্ষা করে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।  

 তিনি বলেন, আপনারা জানেন যে, কারা হামলা চালিয়েছে। সবকিছু স্পষ্ট হয়ে গেছে। ছবিসহ চলে এসেছে পত্রপত্রিকায়।  অতি দুর্ভাগ্য যে, আমরা আশা করেছিলাম আওয়ামী লীগের নেতা বিশেষ করে সাধারণ সম্পাদক এইটুকু অন্তত করবেন যে, হামলার নিন্দা জানাবেন। হামলাকারীদের চিহ্নিত করে বের করার ব্যবস্থা নেবেন। কিন্তু তা না করে উল্টো বিএনপিকে দোষারোপ করছেন। এতেই প্রমাণিত হয় তারা সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে।  

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ৩১,২০১৭
এম ইউ/এএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।