ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে না’গঞ্জে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে না’গঞ্জে বিক্ষোভ

নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে হামলার খবর পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিল থেকে হামলার জন্য সরকারকেই দায়ী করা হয়।

 

বিক্ষোভ মিছিলে অংশ নেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি মজনু, অ্যাডভোকেট জাকির, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের হামলা করে আমাদের নেত্রীর মনোবলকে দুর্বল করা যাবে না। সরকার পুলিশের ছত্রছায়ায় তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এ ধরনের হামলা চালাচ্ছে। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা না করলে আগামীতে এদের শাস্তির দায়িত্ব মানুষ নিজেদের হাতে তুলে নেবে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।